Being Bengali I write down my personal experience in Bengali but who
don’t understand the language not to wary. All information’s about this travelling
location are noted in English at the end of my personal experience. So, please
read it, you got your every quarry about it. If any farther information needed,
go to my “contact us” page.
লোহার পাহাড় : মেঘাতাবুরু
Sun set point |
SAIL guest house |
Way to water fall |
কিকি দেখবেন একটু
জেনেনিন ।
SAIl mine |
এই দুটি যায়গায় দুটি লোহার
খনি আছে MIOM আর KIOM । যদি সম্ভব হয় এখান কার SAIL এর অফিসে গিয়ে
permission করিয়ে খনিটা দেখে নিতে পারেন, ভাগ্য ভালো থাকলে permission পাবেন, আমরা
পাই নি ।
যদি সারান্ডা জঙ্গলের কোর
এরিয়া ঘুরতে চান অগ্রিম দেখা করুন রেঞ্জার অফিসারের সঙ্গে । রেঞ্জার অফিসটি সহরে ঢোকার মুখেই
পড়বে । যদি আগের দিনেই permission করাতে পারেন একটি
প্রাইভেট কার ভাড়া করতে হবে জঙ্গলে যাবার জন্য । ভাগ্য ভালো থাকলে ফরেস্ট পেত্রলিং পার্টি বা রেঞ্জার অফিসার তাদের গাড়ি করে
ঘুরিয়ে আনতে পারে । কারণ
তাদের মাঝে মাঝেই জঙ্গল পরিদর্শনে যেতে হয় ।
আমরা এই প্রস্তাব পেয়ে ছিলাম কিন্তু হাতে সময় ছিলনা বলে যেতে পারিনি । এই এডভেঞ্চারটায় বেরোলে হাতে সারাদিন নিয়ে বেরোতে
হবে ।
View point |
এছাড়া যদি পায়ে হেঁটে সহরের
ডান দিক দিয়ে জঙ্গলের মধ্যে যেতে পারেন, ঘন্টা খানেকের মধ্যেই সেগুন গাছের জঙ্গলটা
ঘুরে নিতে পারেন । তবে লোকাল গাইড ছাড়া পথ হারানোর সম্ভাবনা আছে । এই
যাত্রা তেই দেখতে পাবেন মৌমাছির চাক... একটা পাহাড়ের উপের থেকে নিচে পর্যন্ত পুরোটা
জুড়ে একটাই চাক ।
বিকালে যান সানসেট
পয়েন্ট । বড়ই মনোরম এই জায়গাটি, দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো
শুধু পর্বতের সারি । তারই মাথার ওপর লাল বর্ণের সূর্যটি অস্তমিত হবে ।
আর ভুলবেননা দু একটা
ছোটো পাথর কুড়িয়ে আনতে । কারণ পুরো পাহাড়টাই লোহার...লৌহ আকরিক । এখানে
কেনার কিছুই নেই, তাই স্মৃতি হিসাবে দু একটা লৌহ আকরিকের টুকরো মন্দ নয় ।
Watch my videos of this tour
Watch my videos of this tour
Important points about this travelling
location:
- Chose a train up to BARAJAMDA station from your location or travel to TATA station from where caught the train 12021 HOWRAH-BARABIL Janosatbdi express up to BARAJAMDA.
- For Meghataburu, Chose a private car or bus from Barajamda bus stand. It charges only Rs 50 per person.
- There are several rest house at Meghataburu i.e. Saranda rest house, Megha rest house, SAIL’s rest house. Tariff is Rs 400 per day. A three stared hotel located at “Sun set view point”.
- Visit MIOM & KIOM iron ore mines. For this visit you have to collect permission from SAIL’s office. If you want to explore Tholkobad, the core areas of forest then visit “Ranger office” at entrance of the city. They will manage all for you. You may visit forest by walking, caught up the right side trail with a local guide. It takes less than two hours. At evening visit’s sun set view point.
Sorry for take your valuable time & thanks for take a look
Excellent write up. Very helpful.
ReplyDeletePlease share the room booking procedure and the contact numbers of the guest houses..
ReplyDelete